কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থেকে চার কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। আজ শুক্রবার (৯ জুন) গোয়েন্দা পুলিশের ধানমণ্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হোসেন, মো. আবু কালাম ও মো. আজাদ।
মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।