গোপালগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারে রতন মোল্যা (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রতন মোল্যা পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতির মোট পাঁচটি মামলা রয়েছে।
গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান জানান, ডাকাতি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রতন মোল্যাকে গত ১৯ মে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস জানান, কারা কর্তৃপক্ষ রতন মোল্যা নামে এক হাজতিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।