গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা। ছবি : এনটিভি
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় শহরের মূল সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে চলা অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস নেতৃত্ব দেন। এ সময় রাস্তার উভয় পাশের ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।
অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিলসহ সড়ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।