সাব-হেড: গোপালগঞ্জে হামলা
জাতীয় প্রেসক্লাবে আজ বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগের সহিংস হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ কর্মসূচি পালন করবে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন এ তথ্য জানিয়েছেন।
খান মুহাম্মদ মুরসালীন জানান, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।