কুমিল্লায় আ.লীগ-যুবলীগের ৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১

কুমিল্লায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ছাত্রলীগ সদস্য মাহবুব খান সোয়েব (২৬), আমড়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানু (৬৫), মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল হক (৫৮), চকবাজার ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মো. জসিম (৪৩), জেলা ছাত্রলীগনেতা শামছুল আরেফিন রাহাত (৪৬), মহানগর আওয়ামী লীগকর্মী আবদুল আজিজ মিঠু (৫৪), সদর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান লাদেন (২২) এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার হাসান (২৩), আবদুল মালেক (৬৫) ও মো. কামাল (১৯)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।