উপদেষ্টা পরিষদের বিবৃতি সমর্থন দিলেন সারজিস আলম

সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিবৃতির নির্দিষ্ট কিছু অংশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্ট থেকে করা এক পোস্টে এ সমর্থনের কথা জানান সারজিস আলম।
ফেসবুকে এনসিপির এই মুখ্য সংগঠক লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের বিবৃতির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেষের দুই অনুচ্ছেদ— ‘শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’
পোস্টের শেষে সারজিস আলম লেখেন, ‘এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’
এর আগে এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।