ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চালের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। লোভ লালসার উর্দ্ধে থেকে সৎ ও বিবেকবান ভোটাররা যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারলে, আগামীতে দেশের কল্যাণ সম্ভব। কিছু সুযোগ সুবিধার জন্য অযোগ্যে নেতার কাছে বিক্রি হলে দেশের পরিবর্তন সম্ভব নয়। আজ বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুর বিরল উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। যত ক্ষমতাধর হউক না কেন যেখানে চাঁদাবাজি হবে সেখানেই তাদের প্রতিহত করতে হবে। শেখ হাসিনার চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ ছিল না। তার যখন পতন হয়েছে, ঠিক সেভাবে দেশের সব চাঁদাবাজদের পতন সম্ভব। আমরা সেটা করে দেখাব।
পথসভায় সারজিস আলমের নেতৃত্বে সারোয়ার সাঈদ লিওন, সাদিয়া ফারজানা, দিনাজপুরের একরামুল হক আবির, রেজাউল করিমসহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।