ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ইমরুল ফকির (৩৫) ও সুজাত ফকির (৩০)। তারা আপন ভাই।
গতকাল রোববার (২৫ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশের যৌথ টিম রাতভর অভিযান চালিয়ে ওই দুই সহোদরের বাড়ি থেকে গাঁজার চালানটি জব্দ করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি মাদকচক্র বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান চালাই এবং ২০ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করি।
ওসি মাহমুদুল হাসান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা বড় পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিল।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে ওসি।