ফের অনন্ত জলিলের কারখানায় শ্রমিক অসন্তোষ
ঢাকাই সিনেমার অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন তৈরি পোশাক কারখানা এবি গ্রুপে ফের বেতন বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সাভারের হেমায়েতপুরে আজ সোমবার (২৬ মে) সকালে শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকরা অভিযোগ করেছেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতন চাওয়ায় উল্টো তাদের নানা রকম হয়রানি করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানা ছেড়ে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে শ্রমিকরা কাজে ফেরেননি। তারা কারখানার ভেতরে গিয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন।
অভিনেতা অনন্ত জলিলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও এ কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিতে আন্দোলন করলে অনন্ত জলিল তা তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র বলে দাবি করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শ্রমিকদের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে শান্তিপূর্ণ পরিবেশে দাবি আদায়ের কথা বলা হয়েছে।