কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোবাইলফোনসহ রুদ্র চন্দ্র দাস (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার (২৭ মে) সকালে নগরীর রামঘাট এলাকায় সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রুদ্র চন্দ্র দাস নগরীর রামঘাট এলাকার স্বপন চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, আটকের সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
সূত্র জানায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করে। এ গ্যাংয়ের কাছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ভারতীয় সীমান্ত ব্যবহার করে এসব অস্ত্র দেশে আনা হয় এবং নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত রাখা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, রুদ্রকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।