সংস্কার কাজে বাধা দিলে বিকল্প খুঁজবে জনগণ : হাসনাত আবদুল্লাহ

সরকারের সংস্কারকাজে সচিবালয় থেকে কোনো ধরনের বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত উত্তর জেলার পথসভার শুরুতে হাসনাত আবদুল্লাহ এ কথা জানান।
বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে জন আকাঙ্ক্ষা ও মতামত জানতে তাদের এই পথসভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে সারাদেশে এনসিপির এই কার্যক্রম চলবে বলে জানান হাসনাত আবদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ। পরে রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলায়ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকার যখন সংস্কার কার্যক্রম শুরু করেছে, তখন আমলারা সহযোগিতার বদলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটি যদি অব্যাহত থাকে, তাহলে জনগণ তাদের বিকল্প খুঁজে নেবে।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে যদি আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তবে সরকারকে জিম্মি করে সংস্কার কার্যক্রমে কোনো প্রকার বাধা দেওয়া হলে, তার পরিণতি ভালো হবে না।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের অসহায় জনগণের দুর্ভোগের রেজিমেন্ট হলো সচিবালয়, আর দুর্নীতির আঁতুড়ঘর হলো এনবিআর। ৫ আগস্টের আগে সচিবালয়ের কর্মকর্তারা আওয়ামী লীগের পদলেহন করে চলেছে। এখন যখন জনগণের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে, তখন সরকারকে হুমকি দিয়ে বলা হচ্ছে, সংস্কার কার্যক্রমে বাধা দেওয়া হবে। মনে রাখবেন, জনগণ আপনাদের (সচিবালয়ের কর্মকর্তাদের) বিকল্প খুঁজে নেবে। সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার পরিবর্তে বাধা হয়ে দাঁড়ালে, জীবন থাকতে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।