টুঙ্গিপাড়ায় সাড়ে ৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল ধ্বংস

চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি : এনটিভি অনলাইন
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বিল থেকে ৫ হাজার ৫০০’ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্ধারকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সরকারি কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈনুল হক বলেন, এই চায়না দুয়ারি জাল দিয়ে দেশীয় ডিমওয়ালা মাছ ধরা হচ্ছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।