গাজীপুরে কোরবানির হাট মাতাবে এক টনের ‘নিগ্রো’
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের মোহাম্মদ জুয়েল আকন্দের বাড়িতে বেড়ে উঠেছে এক বিশাল আকৃতির গরু, যার নাম ‘নিগ্রো’। জুয়েল শখ করে এই গরুটি বড় করেছেন। আসন্ন ঈদুল আজহায় ‘নিগ্রো’কে বিক্রি করতে চান তিনি।
গরুটির ওজন ১১০০ কেজি। কালো রঙের হওয়ায় জুয়েল গরুটির নাম রেখেছেন ‘নিগ্রো’। তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষ আসছেন। দামও বলছেন। তবে জুয়েল বলছেন, সন্তোষজনক দাম পেলে তবেই ‘নিগ্রো’কে বিক্রি করবেন। তার চাওয়া ৮ লাখ ৫০ হাজার টাকা।
মোহাম্মদ জুয়েল আকন্দ বলেন, নিগ্রোকে আমি নিজের সন্তানের মতোই লালন করেছি। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকলে রাতে হাতপাখা দিয়ে বাতাস করি। তাই বিক্রির কথা শুনলেই নিগ্রোর চোখ দিয়ে পানি পড়ে, যেন কাঁদছে। তখন আমারও খুব কষ্ট হয়।
গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেলে জুয়েল আকন্দের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি নিগ্রোর পরিচর্যা করছেন। প্রতিদিন ২-৩ বার নিগ্রোকে গোসল করানো হয়। ফ্যানের বাতাস ও পানির কণা দিয়ে তাকে ঠান্ডা রাখা হয়। জুয়েল বলেন, প্রাকৃতিক খাবার খাইয়ে নিগ্রোকে বড় করেছি। শখের বশে গরু পালন করি।