কোটালীপাড়ায় ৪৫৮ জন ইমামকে ঈদসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৫৮ জন ইমামদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে কোটালীপাড়া পৌরসভার হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫৮টি মসজিদের ৪৫৮ জন ইমামের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমামদের হাতে সেমাই, চিনি, চাল, তেলসহ বিভিন্ন প্রকার ঈদসামগ্রী তুলে দেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ কান্তি বিশ্বাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় কুশলা ইউনিয়নের কান্দি-আমবাড়ি মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম বলেন, আমি একজন ইমাম হিসেবে কোটালীপাড়ায় এই প্রথম ঈদ উপলক্ষে সরকারিভাবে বা কোন সরকারি কর্মকর্তার কাছ থেকে ঈদসামগ্রী পেলাম। আমরা ৪৫৮ জন ইমাম এই ঈদসামগ্রী পেয়ে খুবই আনন্দিত।
উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, দেশপ্রেমও ঈমানের একটি অংশ। আমাদের দেশকে ভালোবাসতে হবে। হিংসা ও অহংকার পরিহার করতে হবে। একজন মুসলমান হিসেবে আমাদের এমন কোন কাজ করা উচিত না যাতে আমাদের ধর্ম নিচু হয়ে না যায়। আমাদের ধর্ম সম্পর্কে অন্য ধর্মের লোক যেন খারাপ ধারণা পোষণ না করে।
মো. মঈনুল হক ইমামদের উদ্দেশে আরও বলেন, আমাদের সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা সকলে মিলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।