মিটফোর্ডে শ্রমিক হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক শ্রমিককে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, স্থানীয় সাব রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম মুফতি বজলুর রহমান আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, কৃষিবিদ শাহীন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।