চাঁদপুরে লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৬ বন্ধু আটক

চাঁদপুর শহরের অঙ্গীকার লেক থেকে আল আমিন প্রধানীয়া তুহিন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) রাতে বন্ধুরা লেক থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ নিহতের ছয় বন্ধুকে আটক করেছে।
তুহিন শহরের মমিনপাড়া এলাকার রমজান আলীর ছেলে। সম্প্রতি সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
তুহিনের বাবা রমজান আলী বলেন, ‘আমার ছেলে তুহিন বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকে ফেলে দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই তদন্ত) মিন্টু দত্ত জানান, আটককৃত বন্ধুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ৫০০ টাকা বাজিতে তারা লেকে সাঁতার কাটার প্রতিযোগিতায় অংশ নেয়। সে সময় পানিতে ডুবে যায় তুহিন। তবে এটি দুর্ঘটনা, নাকি পূর্বপরিকল্পিত হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে। এ ঘটনায় আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।