ব্লকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে নাহিদের ঘোষণা ‘লড়াই চলবে’

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি ‘লড়াই চলবে’ বলে ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির ভারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ফটোকার্ডে এ তথ্য জানানো হয়। এতে লেখা হয়, ‘সারা দেশে রাজপথের ব্লকেড সরিয়ে নিন। রাস্তার একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’
এর আগে, রাজধানীর শাহবাগ, উত্তরা, মিরপুর ১০, সায়েন্সল্যাব মোড়ে রাস্তা আটকে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে এনসিপি, জাতীয় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ছাড়া ঢাকার বাহিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনী, নোয়াখালী মাইজদি ও লক্ষ্মীপুরেও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হয়।
এর আগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’
এ ছাড়া জাতীয় যুবশক্তির ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, গোপালগঞ্জে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা।
এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, “বাংলা ব্লকেড কর্মসূচি : সারা দেশব্যাপী এনসিপি ও সমর্থক দলগুলোকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হলো। যে যার অবস্থান থেকে সংগঠিত হয়ে আপনার জেলায় ব্লকেডে অংশ নিন। ঢাকা মহানগরীর সহযোদ্ধারা শাহবাগে অবস্থান নিন।”