জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে এই অবরোধ চলে, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
সড়ক অবরোধ থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায়, সারা বাংলার ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।