জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩১ আগস্ট জাকসু নির্বাচন নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধিকাংশ প্রার্থী জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছেন। আমরা সেই মতামত বিশ্লেষণ করে প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।
মনিরুজ্জামান আরও জানান, সব প্রার্থীর ডোপ টেস্ট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, ৩১ আগস্ট অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাকসু ও হল সংসদের অধিকাংশ প্রার্থী সবার ডোপ টেস্ট চালুর পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, জাকসু নির্বাচনের কারণে ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সকল পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। ক্লাস অবশ্য চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ ও ১১ সেপ্টেম্বর সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া ১২ ও ১৩ সেপ্টেম্বর উইকেন্ড, ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও সকল পরীক্ষা স্থগিত থাকবে। সকল পরীক্ষা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত নতুন কোনো পরীক্ষার রুটিন নির্ধারণ না করার জন্য।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।