জামায়াতে আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আশা করছি, আজকেই উনি বাসায় ফিরে যেতে পারবেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।
শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। আমরা আশা করছি, উনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।’

এর আগে এদিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন।
একটু অপেক্ষা করে ডা. শফিকুর আবার বক্তব্য শুরু করেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান। পরে না দাঁড়িয়ে মঞ্চে বসেই বক্তব্য দেন তিনি। এরপর সেখান থেকে তাকে ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।