মোংলায় যুবলীগনেতা আটক

আটক শেখ আল মামুন। ছবি : এনটিভি
মোংলায় ডেভিল হান্ট অভিযানে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে মোংলা পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক শেখ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জাহাজ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে পৌর যুবলীগনেতা মামুনকে আটক করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।