বাগেরহাটে চারতলা ভবনে আগুন, প্রাণ গেল গৃহকর্মীর

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের ব্যাংক পাড়া খ্যাত একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডে অনীতা নামে এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) তাপস পাল এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবনটিতে এখনও বহু লোক আটকা আছেন।
আগুনের কবলে পড়া ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ক্লিনিক ও বেশ কিছু দোকানপাট রয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক ধারণা, ভবনের নিচতলায় থাকা একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনসাধারণ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভবনটির ক্লিনিকে বেশ কয়েকজন সিজারিয়ান রোগীও আটকা পড়েছেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) তাপস পাল বলেছেন, স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণসহ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আটকে পড়া লোকজনকে নিরাপদে বের করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।