প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে স্বৈরাচারের দোসর : নাহিদ ইসলাম

বসে আছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা। ছবি : এনটিভি
সরকারের অনেক উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা রয়ে গেছে; যার ফলে সরকারের সদিচ্ছা থাকলেও তা জনগণের কাছে পৌঁছাচ্ছে না।
আজ রোববার (২০ জুলাই) সকালে চট্টগ্রামে ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এর আগে, শনিবার (১৯ জুলাই) রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছান এনসিপির নেতারা। রোববার (২০ জুলাই) সকালে সেখান থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা করেন তারা। পথে কাপ্তাইয়ে একটি পথসভা শেষে সন্ধ্যায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।