চাঁদপুরে হঠাৎ বেড়েছে ইলিশের সরবরাহ

মৌসুমের শুরুতে চাঁদপুর মাছঘাটে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকলেও হঠাৎ করেই আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েক গুণ। ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা।
এই মাছঘাটে আগে যেখানে ৫০ থেকে ৬০ মণ ইলিশ সরবরাহ হতো, সেখান হঠাৎ করেই ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ ঘাটে আসছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরগরম ছিল দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। পদ্মা-মেঘনা নদী থেকে আশানুরূপ ইলিশের সরবরাহ না হলেও দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহ থাকায় হাঁকডাকে মুখর আড়ত। সকাল থেকে নদী ও সড়ক পথে প্রচুর পরিমাণ ইলিশ এই মাছঘাটে নিয়ে এসেছেন জেলেরা।
মাছঘাটে ইলিশ কিনতে আসা আব্দুল আহাদ বলেন, ঘাটে এসে প্রচুর ইলিশ দেখলাম। মাঝেমধ্যে আসি কিন্তু আজকেই জমজমাট বাজার দেখলাম। কিছুটা দাম কমেছে, তবে আরও কমা দরকার। আশা করি সামনে ইলিশের সরবরাহ আরও বাড়বে। দাম আমাদের নাগালের মধ্যে থাকবে।
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ইলিশের দাম কমতে শুরু করেছে। দুই দিন ধরে কিছুটা ইলিশ ঘাটে আসতে শুরু করেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। সরবরাহ বাড়লে দাম কমে। আজকের বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকা থেকে দুই হাজার ২০০ টাকায়। যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকায়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, হঠাৎ করেই ইলিশের সরবরাহ বেড়েছে। যা দুদিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। আজকে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ এসেছে কিন্তু সামনে যদি এই সরবরাহ চলমান না থাকে দাম কমার সম্ভাবনা কম।