সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করেছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধের ফলে যমুনা সেতু দিয়ে চলাচল করা ঢাকা-উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গ-ঢাকা রুটের যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
যমুনা সেতু সূত্রে জানা যায়, প্রতিদিন সেতুটি দিয়ে ২২টি জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কপথে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। আন্দোলন ততদিন চলবে, যতদিন না তাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়।