কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরচাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরচাপায় জয়নাল আবেদীন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাজরা কামালিয়াকান্দি থেকে কুলিয়ারচর সদর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নাল আবেদীন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টার দিকে জয়নাল আবেদীন মোটরসাইকেলে করে তার কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে বাজরা কামালিয়াকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা বালুবাহি একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক্টরটিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। সেটিকে জব্দ ও চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ সর্বাত্মক আইনি সহায়তা দেবে।”