‘কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি’

কুড়িগ্রামের রৌমারীতে কৃষিনীতি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা উন্নয়ন প্রক্রিয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ট্রেডক্রাফট এক্সচেঞ্জ, ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের সরকারি ও বেসরকারি সেবা নিশ্চিতকরণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক প্রতিনিধি ও সবল প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের সদস্যরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার, উপজেলা সমবায় উপসহকারী পরিদর্শক শামীম হোসেন ও উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আপেল মাহমুদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক নীতি বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি হবে চাঙ্গা। কৃষকদের সেবায় কৃষি বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার বলেন, বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয় পর্যায়ে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে কৃষকরা যেমন উপকৃত হবে, তেমনি পশুসম্পদ খাতও সমৃদ্ধ হবে। এই ধরনের উদ্যোগ কৃষকদের আত্মনির্ভরশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবল প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আবু সাইদ তুহিন ও এনামুল করিম। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতির সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।