নারায়ণগঞ্জে দুই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাইনাদি পূর্বপাড়া এলাকায় বিস্ফোরণে দুই পরিবারের অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
দগ্ধরা হলেন-তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও এক মাস বয়সি শিশু ইমাম উদ্দিন।
স্থানীয়রা জানান, পাইনাদি পূর্বপাড়ার রনি সিটি আবাসিক এলাকায় জাকির খন্দকারের টিনশেড ভাড়া বাড়িতে এক বাসার ফ্রিজ থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের আরেকটি বাসায় ছড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, সকালে নয়জন দগ্ধ রোগীকে আনা হয়েছে। তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, আসমার ৪৮ শতাংশ, তিশার ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ এবং এক মাস বয়সি ইমামের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ আদমজী ইপিজেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের পায়নি। ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুন ধরেছে।