কামরাঙ্গীচরকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত রাখার দাবি

কামারাঙ্গীচর থানার অন্তর্গত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তিনটি ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত রাখার দাবি জানিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানি শেষে এ দাবি জানান তারা।
এ বিষয়ে অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসন থেকে পৃথক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-১০ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে তারা ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করেছে। ইসি এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫৯টি আবেদন পড়েছে।
নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘আমরা বলেছি যে ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড কামরাঙ্গীচরের অধীনে যেটা আছে, এই তিনটি ওয়ার্ড ঢাকা-২ আসনের মধ্যেই থাকবে। কারণ ঢাকা-২ আসনে কামরাঙ্গীচরই শুধু থানা পড়েছে আর বাকি হলো কেরানীগঞ্জ ও সাভার উপজেলার রয়েছে কয়েকটি ইউনিয়ন। কামরাঙ্গীচর থানা নিয়েই ঢাকা-২ আসন। সুতরাং, কামরাঙ্গীচর থানাকে, অর্থাৎ এই তিনটি ওয়ার্ডকে যদি ঢাকা-২ আসন থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এই আসনে কোনো থানা থাকে না।’
অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘কামরাঙ্গীচরের জনগণ কেরানীগঞ্জে চাষাবাদ করে। তাছাড়া ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত সবকিছু কেরানীগঞ্জের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং আমরা বলেছি, পূর্বের ঢাকা-২ আসনে কেরানীগঞ্জের ছয়টি-সাতটি ইউনিয়ন, সাভারের কয়েকটি ইউনিয়ন এবং কামরাঙ্গীচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে ঢাকা-২ আসন। এটাই কামরাঙ্গীচরের জনগণ এবং ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণ চাওয়া।’