ইসির চাওয়া, নির্বাচনি রোডম্যাপ নিয়ে কৌতূহল থাকুক

নির্বাচনি রোডম্যাপ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না। একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? আমি আপনাদের বলছি যে, আগামীকাল আমি আপনাদেরকে আরও অনেক কিছু বলার সুযোগ পাব। সেই পর্যন্ত একটু আমাকে সুযোগ দেন। কৌতুহলটা থাকুক!
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল চতুর্থ দিনের শুনানি শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব এসব কথা বলেন।
সচিব বলেন, আমি বলছি, আগামীকাল আমি আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব। আমি আপনাদের আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু, আরও বাড়তি কিছু তথ্য দেব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন।
রোডম্যাপের বিষয়ে আবারও প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, সব কথা যদি আজকেই বলে দিই, তাহলে আর কালকের জন্য গোপনে রাখলাম কি। কালকে তো থাকবেই। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাব।
গত সপ্তাহে রোডম্যাপ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি— এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সচিব বিলেন, এটা আমারই অক্ষমতা, আমাকে স্বীকার করতে হবে। কেননা, আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি।