স্বাধীনতাবিরোধী দলটি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে : বরকত উল্লাহ বুলু

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী দলটি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমান যাতে দেশে না আসতে পারে জামায়াত সে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা। উপজেলা সদরের এইচ জে পাইলট হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতকে মুনাফিকের সঙ্গে তুলনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে ১৭৩ দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র তিনটি সিট পেয়েছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার সভাপতিত্বে ও পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহআলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ ভিপি ওয়াসিম ও যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অন্যান্যরা।