শ্রীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে অস্ত্র মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া আসামি সুমন মিয়া (৩২) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অস্ত্র আইনের একাধিক মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা মোটরসাইকেলে এসে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা পুলিশের ওপর আক্রমণ করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ এবং এসআই নাজমুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত এএসআই শহিদুল বলেন, টেংরা মোড় এলাকায় কয়েকজন মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়ে আসামি সুমন মিয়াকে ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুমন মিয়াকে গ্রেপ্তার করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েক দফা হামলার পর সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।