ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতরা এমন একটি গোষ্ঠীর সদস্য, যাদের বিরুদ্ধে সম্প্রতি পুলিশের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ রয়েছে। খবর এএফপির।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, সিস্তান-বালুচিস্তান প্রদেশের ইরানশাহর, খাশ ও সারভান শহরে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জন নিহত ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, নিহতদের মধ্যে কয়েকজনকে গত শুক্রবার (২২ আগস্ট) ইরানশাহরে পাঁচজন পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সুন্নি জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল (আর্মি অফ জাস্টিস) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওই হামলার দায় স্বীকার করেছিল।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। মাদক চোরাকারবারি ও বিচ্ছিন্নতাবাদীরাও এই অঞ্চলে সক্রিয়। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের এই প্রদেশটি একটি দরিদ্র অঞ্চল। এখানে বালুচ সুন্নি মুসলিমদের একটি বড় অংশের বসবাস।

ইরান প্রায়ই এই প্রদেশে পুলিশ বা বিপ্লবী গার্ড বাহিনীকে লক্ষ্য করে হামলার খবর প্রকাশ করে। কর্তৃপক্ষ এসব হামলার জন্য জাইশ আল-আদলসহ সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে। গত শনিবারও ইরানি বাহিনী এই প্রদেশের আরেকটি অভিযানে ছয় জঙ্গিকে হত্যা করে। তখন বলা হয়েছিল, তারা ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীর সদস্য।