সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন।
সারা দেশ থেকে এনটিভি ও এনটিভি অনলাইন প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আবু তৈয়ব, খুলনা

খুলনায় পৃথক ব্যানারে সমাবেশ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ব্যানারে সমাবেশ কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে এসে দলটির হাল ধরেন। পরিচিতি পান আপসহীন নেত্রী হিসেবে। তার নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় বিএনপি। দীর্ঘ ১৫ বছর বিএনপি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন। এমনকি লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটেছে। জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর তেঁতুলতলা মোড় থেকে ময়লাপোতা, সাতরাস্তা মোড় হয়ে রয়েল মোড়ে গিয়ে শেষ হয় এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্তুজা, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সরদার রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, শামীম খান ও শরিফুল ইসলাম বাবু।
আকতার ফারুক শাহিন, বরিশাল

বরিশালেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, জনসভা অনুষ্ঠিত হয়। আজ বিকেলে নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ হয়। মহানগর ও জেলা বিএনপির (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন পিআর ভুলে গিয়ে ব্যালটের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষকে বাঁচান। দেশের সম্পদ এবং দেশকে বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোট ফেব্রুয়ারিতেই হবে, এর ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চান ও আবু নাসের মো. রহমতুল্লাহ, বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক রওনাকুল ইসলাম টিপু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে বেলুন-ফেস্টুন এবং কবুতর উড়িয়ে সমাবেশ ও শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নুল আবেদীন। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।
আইয়ুব আলী, ময়মনসিংহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এ উপলক্ষে আজ দুপুরে নগরীর টাউনহল মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা হম্বি-তম্ভি করেন, কর্তৃত্ববাদীতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, মনে রাখবেন নিরঙ্কুশ মহান রাব্বুল আল আমিন। আর এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র বা চেষ্টা দেশ-বিদেশ যেখান থেকেই হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিবেন ইনশা-আল্লাহ।
এ সময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে সভাস্থল থেকে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে নগরীরর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে পৃথক শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় স্লোগানে স্লোগানে পুরো নগরী মিছিলের নগরীতে পরিণত হয়।
ইবাদ হোসেন, নেত্রকোনা (আটপাড়া-বারহাট্টা-মোহনগঞ্জ)
নেত্রকোনার আটপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে উপজেলা সদরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করে আসছে। বারবার দমন-পীড়নের শিকার হয়েও আমরা জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।
এম. আর. মুর্তজা, মাদারীপুর
মাদারীপুরেও শোভাযাত্রা, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টায় পৌর শহরের গর্ণপূত অফিসের সামনে থেকে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ বি এম মাহামুদ আলম সরদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়ম সহসভাপতি বি এম আরিফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের সভাপতি মো. বাশার মাতুব্বর প্রমুখ।
এ ছাড়া জেলার ৫টি উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগেও কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটার পর এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি লোকনাথ দীঘি ময়দানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, এ বি এম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
সঞ্জিব দাস, ফরিদপুর
ফরিদপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোরস্তানের সামনে গিয়ে শেষ হয়।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয় সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে থেকে। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

অপরদিকে ম্যাটসের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। এটিও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
পৃথক সমাবেশ থেকে নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সব নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।
মাহবুব হোসেন সারমাত,গোপালগঞ্জ

গোপালগঞ্জেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার উলপুরে এম এইচ খান কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এইচ খান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ওয়াহিদুল হক মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন, জেলা কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রমুখ।
এর আগে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের উলপুর নামক স্থানে বিএনপিনেতা এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক পদ দক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণের জনসভাস্থলে এসে শেষ হয়।
জনসভা শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী

নানা আয়োজনে নরসিংদীতেও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় জেলা-উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আরশিনগর এলাকায় গিয়ে শেষ হয়।