জীবননগরে ফেনসিডিলসহ আটক ২

ফেনসিডিলসহ আটক আ. রহমান ও এনামুল হক। ছবি : এনটিভি অনলাইন
চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়া গ্রামে এ অভিযান চালানো হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
আটকরা হলেন- জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বাসিন্দা মো. আ. রহমান (৩০) ও মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক (৩৪)।
ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।