সাদাপাথর লুটে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় ৪২ জন সরাসরি জড়িত থাকার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আক্তার হোসেন বলেন, দুদকের অভিযান শুরু হয়েছে। এখানে যাদেরই সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধেই অনুসন্ধান হবে। যাদের বিষয়গুলো দুদকের এনফোর্সমেন্ট টিমের রেকর্ডপত্রে আসছে, তাদের বিরুদ্ধেও পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করবে দুদক।
দুদক মহাপরিচালক আরও বলেন, আমাদের অনুসন্ধান দল জানেন কী করতে হবে, কীভাবে করতে হবে। সে অনুযায়ী কাজ করবেন।