কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের গল্ফ মাঠসংলগ্ন ঝাউবাগান থেকে মোহাম্মদ আমিন (৩৫) নামের এক সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা মরদেহটি দেখে থানায় খবর দেন। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি পেশায় এনজিও কর্মী ছিলেন এবং রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ নামের একটি সংস্থায় চাকরি করতেন। পাশাপাশি তিনি দৈনিক ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকায় উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দুই শিশু সন্তানের জনক আমিন গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় দাবি করেছিলেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে।
নিহতের ছোট ভাই হিরু গণমাধ্যমকে জানান, গত দুইদিন ধরে ঘরের বাইরে ছিলেন মোহাম্মদ আমিন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা পরিবহণের একটি বাসের টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছিলেন তিনি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।