গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। ছবি : এনটিভি
গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়া এলাকার বাবুল খান ও মানিকগঞ্জের ঘিওর থানার উজ্জ্বল হোসেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।