বগুড়ায় ফিলিং স্টেশন কর্মকর্তাকে গলা কেটে হত্যা

বগুড়া সদর থানা। ফাইল ছবি
বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের হিসাব রক্ষক ইকবাল হোসেনকে (২৬) গলা কেটে হত্যা করা হয়েছে। ইকবাল ওই ফিলিং স্টেশনে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাজে যোগদান করতে যাওয়া সহকর্মীরা অফিস কক্ষে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে প্রেরণ করে।
সহকর্মীরা জানান, শনিবার রাতে ইকবালের সঙ্গে রতন নামে আরও একজন কর্মচারী অফিস কক্ষে ছিলেন। তবে সকালে এসে রতনকে পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, রাতের কোনো এক সময় ইকবালকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ রতন এ হত্যাকাণ্ডে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।