পানি কমায় যমুনা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি কমে যাওয়ায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে শহড়াবাড়ি গ্রামের বিস্তীর্ণ ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙন শুরু হয়েছে জনবসতির দিকে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।
সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নদী ভাঙন রোধে ২০০১ সালে শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ওই এলাকার আবাদি জমি ও জনবসতি সুরক্ষিত ছিল। তবে সম্প্রতি যমুনার পানি কমে প্রবল স্রোত বইছে নদীতে। স্রোতের ঘূর্ণাবর্তে বারবার আঘাত হানছে নদীপাড়ে। ফলে শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ভাঙনে বহু চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হলেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারই খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনবসতি ও ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।