খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা নামের ফেসবুক পেইজে মিডিয়া সেল কর্তৃক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো। তবে, প্রশাসনের কাছে উপস্থাপিত তাদের ৮ দফা যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ না হয়, তবে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
অবরোধ স্থগিতের ঘোষণার পর খাগড়াছড়ির পরিস্থিতির উন্নতি হচ্ছে। টানা ৮ দিনের অচলাবস্থার পর মানুষের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। শহরে লোকজন বেরিয়ে আসছে। জেলা শহরে টমটম, সিএনজিসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। উত্তরাঞ্চল ও সিলেট থেকে ছেড়ে আসা নৈশকোচ খাগড়াছড়ি এসে পৌঁছেছে এবং দূরপাল্লার সড়কে যানবাহন চলাচলের প্রস্তুতি শুরু করেছে কাউন্টারগুলো।
এদিকে, অবরোধ স্থগিত হলেও ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। মোড়ে মোড়ে নিরাপত্তা প্রহরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে প্রশাসন জানিয়েছিল, অবরোধ তুলে নেওয়া হলে ১৪৪ ধারাও প্রত্যাহার করে নেওয়া হবে।
গত ২৩ সেপ্টেম্বর জেলা শহরের সিঙ্গীনালা এলাকায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে সংবদ্ধ ধর্ষণের অভিযোগের জের ধরে সপ্তাহজুড়ে নানা সহিংসতা ও ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তবে, গতকাল ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি এমন একটি রিপোর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা রিপোর্টটি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।