কালিয়াকৈরে আলেম-ওলামাদের নিয়ে আলোচনা

কালিয়াকৈরে আলেম-ওলামাদের নিয়ে আলোচনা সভা। ছবি : এনটিভি অনলাইন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আদর্শ সমাজ গঠনে আলেম-ওলামাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার রাখালিয়াচালা এলাকায় মারকাযুল উলুম মাদ্রাসায় এই সভার আয়োজন করে ওলামা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মুফতি দেলোয়ার বিন গাজী। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক সিদ্দিকী।
এ সময় বক্তারা আদর্শ সমাজ গঠনে নানা গঠনমূলক আলোচনার পাশাপাশি বিগত সরকারের আমলে মসজিদ, মাদ্রাসা ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইসরাক সিদ্দিকী আলেম-ওলামাদের আশ্বস্ত করে বলেন, বিগত সরকারের আমলে কালিয়াকৈর উপজেলায় আলেমদের ওপর যতগুলো মামলা দেওয়া হয়েছে, সেসব মামলা প্রত্যাহারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।