মানুষের প্রকৃত মজুরি কমে গেছে : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে মানুষের রিয়েল ওয়েজ বা প্রকৃত মজুরি কমে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এনটিভি আয়োজিত বাজেটবিষয়ক আলোচনা ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন আমীর খসরু।
মুদ্রাস্ফীতি বা ক্রয়ক্ষমতার সাপেক্ষে একজন ব্যক্তির আয়কে প্রকৃত আয় বলা যায়। একজন ব্যক্তি একজন নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে বর্তমান সময়ে কী পরিমাণ দ্রব্য কিনতে পারছে এবং অতীতে কী পরিমাণ কেনা যেত, তা দিয়ে প্রকৃত আয় নির্ধারণ করা হয়।
বিএনপির এই নেতা বলেন, সত্যিকার বাজেট ব্যয় হচ্ছে না। চলতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৬৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বাজেট সত্যিকার অর্থে বাস্তবায়িত হচ্ছে না। ঋণপ্রবাহে অসামঞ্জস্য দেখা গেছে। আমদানি-রপ্তানি, রেমিট্যান্সে (বৈদেশিক মুদ্রা আয়) কমে গেছে। বিনিয়োগে প্রবৃদ্ধি স্থবির হয়ে গেছে। এই প্রবৃদ্ধির সঙ্গে অন্যান্য ফ্যাক্টরগুলো সামঞ্জস্য নেই।
আমীর খসরু মাহমুদ বলেন, ৭ দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল বিএনপির শেষ সময়ে। সব জায়গায় রপ্তানি, আমদানি, রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল। কিন্তু এই সরকারের আমলে স্থবির হয়ে গেছে। তিনি বলেন, আজকে যুবকদের মধ্যে ৪০ শতাংশের চাকরি নেই।
শিক্ষার প্রসারে জোর দেওয়া হয়েছে মন্তব্য করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা আসলে যেটাতে জোর দিয়েছি, সেটা হচ্ছে শিক্ষার প্রসার। মানের দিকে মোটেই নজর দেওয়া হয় নাই। শিক্ষার প্রসারের একটা যৌক্তিকতা আছে এবং প্রাইমারি লেভেলে (প্রাথমিক স্তরে) এটা খুব ভালো বলা যায়।’
বিনিয়োগে মান নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার যখন জনগণের কাছে জবাবদিহিতা থাকে না, তখন অর্থনীতিতে সমস্যা তৈরি হয়। তিনি বলেন, গত চার বছরে রিয়েল ওয়েজ (আসল বেতন) কমে গেছে। বেতন ভাতার সঙ্গে মুদ্রাস্ফীতি দেখলে বিষয়টি বোঝা যাবে।
আমীর খসরু আরো বলেন, ‘আজ দেশে যে উন্নতি হয়েছে তা আমাদের কারণে। প্রাইভেটাইজেশন থেকে সব সংস্কার বিএনপির সময় করা। স্বীকার করতে হবে আজ দেশ যেসব ভিত্তিতে এগোচ্ছে তা বিএনপির কারণে।’
আমীর খসরু আরো বলেন, ‘মেগা প্রজেক্টের প্রয়োজন আছে। কিন্তু এর নামে কী হচ্ছে? যেখানে ১০ কোটি টাকায় একটি ফ্লাইওভারের এক কিলোমিটার হওয়ার কথা, সেখানে ৩০-৪০ কোটিতে হচ্ছে।’
সাবেক বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের ডিপোজিট যে হারে বাড়ছে তা দেখা যাচ্ছে। পানামা পেপার্সে নাম আসছে। ব্যাংকে লুটপাট হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে আজ পর্যন্ত রিপোর্ট পেশ হয়নি। দেড় মাস পর্যন্ত বাংলাদেশের কেউ কিছু জানতে পারেনি। তা ফিলিপাইনে প্রকাশ হয়েছে। এক বছর হয়ে গেছে আজ পর্যন্ত দেশের মানুষ কিছু জানে না।’
অনুষ্ঠান সঞ্চালনা করছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
অনুষ্ঠানের উপস্থিত আছেন অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
এ ছাড়া উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।