করদাতাদের জন্য ভীতিহীন পরিবেশ তৈরি করছে এনবিআর

কর অঞ্চল-৫-এ মঙ্গলবার ট্যাক্স কার্ডপ্রাপ্ত করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। ছবি : এনটিভি
সারা দেশের কর কার্যালয়গুলোতে করদাতাদের জন্য ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
আজ মঙ্গলবার কর অঞ্চল-৫-এ ট্যাক্স কার্ডপ্রাপ্ত করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ কথা জানান।
নজিবুর রহমান বলেন, রাজস্ববান্ধব পরিবেশের বার্তা দিতে চায় এনবিআর, যাতে সাধারণ মানুষ করের আওতায় আসতে ভয় না পায়।
করদাতাদের সম্মানের চোখে দেখা হচ্ছে জানিয়ে নজিবুর রহমান বলেন, কর অফিসে ভয়ভীতির পরিবেশ আর দেখবেন না করদাতারা।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত করদাতা প্রতিষ্ঠানগুলো আন্তরিক পরিবেশ পেলে নিয়মিত কর পরিশোধ করে দেশের উন্নয়নের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।