ঢাকা ব্যাংকের ইজিএম ৮ অক্টোবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৮ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ। এ জন্য ৩০০ কোটি টাকার অ-রূপান্তরযোগ্য সেকেন্ড সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করা হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি পেতে এই ইজিএম আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেবে।