বন্ড অনুমোদনে ঢাকা ব্যাংকের ইজিএম কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য গেছে ।
কোম্পানিটির মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এ জন্য ৩০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য সেকেন্ড সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করা হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি পেতে এই ইজিএম আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেবে।
কোম্পানিটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। বছর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে তিন টাকা ৬৯ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২২ টাকা ৮২ পয়সা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইপিএস হয়েছে এক টাকা ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮০ পয়সা।