গেইনট্যাক্স নিয়ে পুঁজিবাজার অস্থির : আহমেদ রশিদ লালী
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেছেন, ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করবে এবিযয়টি নিয়ে পুঁজিবাজার অস্থির হয়ে আছে। একারণে পুঁজিবাজারে সূচক ৮০ পয়েন্ট, কোনদিন ৬০ পয়েস্ট পড়ছে। এটার একটা সমাধান হওয়া উচিৎ।
আজ বৃহস্পতিবার (১৬ মে) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে অংশ নিয়ে আহমেদ রশিদ লালী এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ সরকারের একাধিক নীতিনির্ধারক। এছাড়াও এবারের আয়োজনে প্যানেল আলোচক হিসেবে ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।
আহমেদ রশিদ লালী বলেন, পত্রিকায় খরব আসছে এবারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ হচ্ছে। খবরে বলা হচ্ছে, ৪০ লাখ টাকা লাভের ওপরে দিতে হবে গেইনট্যাক্স। ১৫ শতাংশ হারে গেইনট্যাক্স নির্ধারণ হচ্ছে। এতে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ নিয়ে পুঁজিবাজার অস্থির হয়ে আছে। একারণে পুঁজিবাজারে সূচক ৮০ পয়েন্ট, কোনদিন ৬০ পয়েন্ট পড়ছে। এটার একটা সমাধান হওয়া উচিৎ।
আমরা আয়কর নিয়ে সমস্যায় আছি জানিয়ে আহমেদ রশিদ লালী বলেন, আয়করের নেট না বাড়িয়ে, যারা নিয়মিত কর দিয়ে আসছে, তাদেরকে ধরা হচ্ছে। আমরা নিয়মিত কর দিচ্ছি। এরপর দেখা যাচ্ছে আমাদের চার বছরের কর ফাইল খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়গুলো পরিষ্কার হওয়া জরুরি।
দেশের এআইটি বেশি দিচ্ছি জানিয়ে আহমেদ রশিদ লালী বলেন, প্রতি লেনদেনে আমাদের এআইটি দিতে হচ্ছে দশমিক শূন্য পাঁচ শতাংশ। যেখানে ভারত দিচ্ছে দশমিক শূন্য ১৩ শতাংশ। এটা কমানো জরুরি হয়ে পড়ছে। আমার প্রস্তাব থাকবে এআইটি কমিয়ে দশমিক শূন্য ২৫ করার রাখা হোক।