কৃষকের অস্বস্তি নিত্যপণ্যের বেশি দামে

‘কিনতে গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি কিন্তু ফসল বিক্রি করছি খুব কম দামে। এতে খুবই অস্বস্তিতে রয়েছি’ - এমনটা জানিয়েছেন প্রান্তিক কৃষকরা। অভিযোগ করে তারা বলেন, ‘ধান গাছে ওযুধ দেওয়ার পরও অনেক ওষুধে কাজ হচ্ছে না। এ ব্যাপারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।’
দেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) এনটিভির জনপ্রিয় ‘কেমন বাজেট চাই’ বিশেষ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকরা এভাবেই তাদের মতামত তুলে ধরেন। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে ১৬তম বারের মতো এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। অনুষ্ঠানটি এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রান্তিক কৃষকরা বলেন, বড় বড় মিলওয়ালা আমাদের ধান কিনছে। এতে আমাদের প্রত্যাশিত দাম পাচ্ছি না। কিন্তু বাজার থেকে ঠিকই বেশি দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে হচ্ছে। তাই দাবি করছি, সরকার যেন আমাদের ধান সরাসরি কিনে নেয়। যাতে ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে যায়।
প্রতিনিয়ত সার ও ওষুধের দাম বাড়ছে অভিযোগ দিয়ে কৃষকরা বলেন, ফলস ফলানোর ব্যয় বহু গুণ বেড়েছে। দেখা যায়, আমাদের ফসলি ধান কম দামে বিক্রি করছি। কিন্তু বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে কিনতে হচ্ছে। আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি। যা জীবনধারনের জন্য খুবই কষ্টদায়ক। দাবি করছি, এবারে যেন সার ও ওষুধের দাম কমানো হয়।
বাজারে তেলের দাম বেশি জানিয়ে প্রান্তিক কৃষকরা বলেন, জ্বালানি ও তেলের দাম আমাদের দিকে তাকিয়ে কমানো হোক। একইসঙ্গে চাল ও ডালের দাম কমিয়ে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হোক। যাতে আমরা স্বস্তি পাই। তারা আরও বলেন, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটাকে নিরুসাহি করতে দাম বাড়ানো প্রয়োজন। এছাড়া কৃষকদের কিছুটা স্বস্তি দিতে এবারের বাজেটে কৃষি খাতে ভর্তুকি দেওয়ার দাবি জানান তারা।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির প্রশাসক (এফবিসিসিআই) মো. হাফিজুর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।
দেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ রাত ৮টায় শুরু হয় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে ১৬তম বারের মতো এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করছে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে বাজেট নিয়ে এনটিভির এই আলোচিত অনুষ্ঠানটি। বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের এই যৌথ আয়োজন।