বাজেটে বাড়তি সুবিধা পাবেন জুলাই যোদ্ধারা

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হয়। এতে পরবর্তী অর্থবছরে করদাতা জুলাই যোদ্ধারা বাড়তি সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ২০২৬-২০২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা। আজ সোমবার (২ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য উঠে আসে। জাতির সামনে তিনি ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরে গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরে গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা চার লাখ ৭৫ হাজার টাকা। পরবর্তী ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরে গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা।