ইসলামী ব্যাংকে ২৩ দিনে প্রবাসী আয় ৪৮১৬ কোটি টাকা

চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩৯ কোটি ৪৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় চার হাজার ৮১৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্টের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২১ হাজার ৩৩৩ কোটি ১৬ লাখ ৪০ টাকা। এর মধ্যে প্রবাসী আয় সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে চার হাজার ৮১৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা।
প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন হাজার ৪৭ কোটি সাত লাখ ২০ হাজার টাকা। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে এক হাজার ৯৯৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এক হাজার ৪৫৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা, জনতা ব্যাংকের মাধ্যমে এক হাজার ২৪২ কোটি ২০ লাখ ৪০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে এক হাজার ২২৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার এসেছে।
অনদিক, আগস্টের প্রথম ২৩ দিনে দেশি-বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে তিনটি বিদেশি ব্যাংক। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
দেশে মোট ৬০টি ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেসরকারি ৪৩টি, রাষ্ট্রায়ত্ত ছয়টি, বিশেষায়িত দুটি এবং বিদেশি ৯টি ব্যাংক রয়েছে। আগস্টের প্রথম ২৩ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩ হাজার ৩৮৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ টাকা এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিন হাজার ৪৭ কোটি সাত লাখ ২০ হাজার টাকা। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা।